Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Monday, May 29, 2017

লামা উপজেলা প্রশাসনের আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আজ লামা উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইন-শৃংখলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জনাব খিন ওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার, লামা, বান্দরবান পার্বত্য জেলা। এসময় জনাব থোয়াইনু অং চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ,লামা, জনাব সায়েদ ইকবাল, সহকারী কমিশনার (ভূমি), ইউপি চেয়ারম্যানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

লামা উপজেলা প্রশাসনের ব্যবসায়ীদের জরুরী সভা

আজ লামা উপজেলা পরিষদ সভাকক্ষে
জনাব খিন ওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার, লামা, বান্দরবান পার্বত্য জেলা সভাপতিত্বে মাহে রমজান এ নিত্যপণ্য মুল্য ও সুষ্ঠু বাজার সহনীয় পর্যায়ে রাখা ও মনিটরিং এর লক্ষ্যে লামা বাজারস্থ ব্যবসায়ী ও জনপ্রতিনিধির সমন্বয় সভা সম্পন্ন হয়। এসময় জনাব জহিরুল ইসলাম, পৌর মেয়র, লামা  ইউপি চেয়ারম্যানসহ কমিটির সদস্যবৃন্দ, বাজার ব্যাবসায়ীগণ উপস্থিত ছিলেন।

লামায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

লামা উপজেলায় আসন্ন দুর্যোগ মোকাবিলায় জরুরী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন জনাব খিন ওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার, লামা, বান্দরবান পার্বত্য জেলা। এসময় জনাব থোয়াইনু অং চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ,লামা, জনাব সায়েদ ইকবাল, সহকারী কমিশনার (ভূমি), ইউপি চেয়ারম্যানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Saturday, May 27, 2017

লামায় হলিচাইল্ড পাবলিক স্কুলের অনুষ্ঠান সম্পন্ন

আজ লামা পৌরসভাস্থ হলিচাইল্ড পাবলিক স্কুলের শ্রেণীকক্ষে ক্লোজ সার্কিট ক্যামেরার উদ্বোধন ও পিইসি পরীক্ষা'১৬র জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও গর্বিত মা'দের সম্বর্ধনা অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খিনওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার, লামা, বান্দরবান পার্বত্য জেলা। মোঃ তানফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের উদ্বোধক পৌর মেয়র জনাব মোঃ জহিরুল ইসলামসহ আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীগণ এসময় উপস্থিত ছিলেন।

Thursday, May 25, 2017

লামার সরই ইউনিয়নে পার্বত্য প্রতিমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন



লামা উপজেলার সরই ইউনিয়নে ২৫ মে বৃহস্পতিবার বিভিন্ন উন্নয়নমূল কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। লুলাইংমুখ বাজারে ম্রো সমাবেশ, এসময় তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যেক্ষ জনকে নগদ ৩ হাজার টাকা ও ১ বান ঢেউটিন প্রদান করেন। এরপর সরই ইউনিয়নের দূর্গম লুলাইং বাজারে এক জনসভায় বেলা ১টায় বক্তব্য দেন। বিকেল সাড়ে ৩টায় সরই এলাকায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের ভিত্তিপ্রস্তর, ৪টায় হাসনাভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন, সরই ইউনিয়ন পরিষদ হতে হাসনাভিটা পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর, সরই হাইস্কুলের সম্প্রসারিত ভবনের উদ্বোধন, হাসনাভিটা ধুমছাপাড়া সড়কের উদ্বোধন ও সরই এলাকায় নতুন ১১ হাজার বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন।

Monday, May 22, 2017

লামায় উপজেলা প্রাণি সম্পদ বিভাগের ভেড়া বিতরণ

লামায় ২০জন খামারির মাঝে বিনামূল্যে ভেড়া বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ বিভাগ সোমবার উপজেলা পরিষদ চত্ত্বরে খামারিদের মাঝে ভেড়া বিতরণ করেন।

প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের “সমাজ ভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ (কম্পোনেন্ট-বি) ২য় পর্যায়ের প্রকল্প” বেড়া বিতরণ কর্মসূচির আওতায় ৬০টি ভেড়া প্রদান করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভেড়া বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ বিভাগ চট্টগ্রামের উপ-পরিচালক এএইচএম মনোয়ার হোসেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আনিসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সায়েদ ইকবাল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরে আলম, ৫নং সরই ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার শেখ মাহবুবুর রহমান।

Tuesday, May 16, 2017

লামা উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

উপজেলা পরিষদ, লামার সভাকক্ষে মাসিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন জনাব থোয়াইনু অং চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লামা।

Thursday, May 11, 2017

লামায় ‘এসো গল্পে গল্পে স্বপ্ন বুনি’ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন

লামায় ‘এসো গল্পে গল্পে স্বপ্ন বুনি’ শীর্ষক অনুষ্ঠানে কৃতি নারীদের কত কথন
সমাজ কল্যাণ মূলক ‘সেবা’ নামক একটি সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার লামা টাউন হলে ‘এসো গল্পে গল্পে স্বপ্ন বুনি’ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন করেছে। স্কুল-কলেজ ও বিশ্ব বিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত ছাত্রীদের উদ্বুদ্ধকরণে ‘সেবা’র এই কর্মসূচীতে নিজেদের জীবনের স্বপ্নগাঁথা-সফলতার কাহিনী শোনালেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর জেসমিন আক্তার, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক দিপান্বীতা ভট্টাচার্য ও লামা উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু।