Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Sunday, April 30, 2017

লামার গজালিয়ায় পার্বত্য প্রতিমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে ৩০ এপ্রিল রোববার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

Saturday, April 29, 2017

"লামার কামরুলের প্যারেড কমান্ডে মুগ্ধ প্রধানমন্ত্রী"


"লামার কামরুলের  প্যারেড কমান্ডে মুগ্ধ প্রধানমন্ত্রী"

মহান স্বাধীনতা ও জতীয় দিবসের জাতীয় শিশু কিশোর সমাবেশ।সারাদেশের বাছাই করা শিক্ষা প্রতিষ্ঠান কুচ কাওয়াজের জন্য প্রস্তুত।মোঃ কামরুল ইসলামের নেতৃত্বে  কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের প্যারেড দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা. মন্ত্রী পরিষদ সদস্যবর্গ. তিন বাহিনী প্রধান সহ জাতীয় নেতৃত্ব উপস্থিত।শুরু হল প্যারেড।কামরুলের দল কুচ কাওয়াজ ও প্যারেড প্রদর্শন করলেন। জাতীয় পর্যায়ে  প্রথম স্থান অর্জন করল কামরুলের দল।সে লামা ইউনিয়নের মেউলার চর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।দুই ভাই এক বোনের মধ্যে সে বড়।গত ২০০৫ খ্রীঃ শিশু শ্রেনীতে কোয়ান্টাম কসমো স্কুলে ভর্তি হয়।৫ম শ্রেনীতে ১ম.৮ম শ্রেনীতে জিপিএ-৫ ও ২০১৬ সালে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৯৪ পেয়েছে।বর্তমানে এইসএসসি ২য় বর্ষে অধ্যয়নরত। প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শিত প্যারেড টি গত ২৬ এপ্রিল'১৭ বুধবার প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি' র সামনে পূনরায় প্রদর্শন করেন।ভিডিও করেছেন প্রিয়ভাই সাংবাদিক খগেশ প্রতি।
https://youtu.be/2NPQQOocr08

Tuesday, April 25, 2017

লামায় বর্নাঢ্য আয়োজনে পালিত হল বিশ্ব ম্যালেরিয়া দিবস

"চিরতরে ম্যালেরিয়া হোক অবসান" End malaria for good, প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লামায় বর্নাঢ্য আয়োজনে পালিত হল বিশ্ব ম্যালেরিয়া দিবস। 
বান্দরবানের লামা উপজেলায় মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ১০টায়" লামা উপজেলা প্রশাসনের সসাির্বক সহসহযোগিতায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে  বর্নাঢ্যভাবে পালিত হলো বিশ্ব ম্যালেরিয়া দিবস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু।  উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. উইলিয়াম লুসাই এর নের্তৃত্বে একটি বিশাল শোভাযাত্রা লামা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে লামা উপজেলা পপরিষদ প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। 

Monday, April 24, 2017

লামায় রস্ক ফেইজ-২ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অা ২৪.০৪.২০১৭খ্রিঃ তারিখ লামা উপজেলা পরিষদ সভাকক্ষে RCSC-II phase-II প্রকল্পের আওতায় প্রি-ভোকেশনাল স্কিলস প্রশিক্ষণ কার্যক্রমের ইনডাকশন কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খিনওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, লামা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এম. মিজানুর রহামান, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) রস্ক ফেইজ-২ প্রকল্প, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থোয়াইনু অং চৌধুরী, উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লামা। এছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভাগীয় প্রধান এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লামায় ‘ছাড়পোকা’ নামক ম্যাজিক পরিবহনের বিরুদ্ধে আন্দোলন নিয়ন্ত্রনে আনলেন প্রশাসন

লামায় ‘ছাড়পোকা’ নামক ম্যাজিক পরিবহনের বিরুদ্ধে আন্দোলন নিয়ন্ত্রনে আনলেন প্রশাসন। ২১ এপ্রিল থেকে লামা পৌরশহরে ১০/১২টি ‘ছাড়পোকা-ম্যাজিক’ গাড়ি পরিবহনে যুক্ত হয়। কোন কর্তৃপক্ষকে না জানিয়ে চকরিয়া কেন্দ্রিক জীফ মালিক সমিতি চার চাকার এসব গাড়ি চালু করায়; স্থানীয় সিএনজি, মাহিন্দ্রা, টমটম ও অটো রিক্সার চাহিদা শুণ্যের কোঠায় নেমে আসে।

Sunday, April 23, 2017

লামায় প্রধানমন্ত্রীর “ব্রান্ডিং কার্যক্রম” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত


সরকারের উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রম তৃণমুল জনগণের মাঝে পৌছে দিতে প্রধানমন্ত্রীর ‘বিশেষ উদ্যোগ’ ব্রান্ডিং বিষয়ক বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানের লামা তথ্য অফিসের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ সভাকে এই সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আবু তাহের মিয়া ও শারাবান তহুরা, লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, তথ্য কর্মকর্তা মোঃ রুহুল আমিন চৌধুরী ও মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন মজুমদার, মিন্টু কুমার সেন, বাথোয়াইচিং মার্মা, মো. জালাল উদ্দিন ও ফরিদ উল আলম সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের সময়ে বিদ্যুৎ, স্বাস্থ্য, শিা, সামাজিক উন্নয়নসহ সকল েেত্র আমূল পরির্বতন করেছে। শিার্থীরা এখন বিনামূল্যে বই পাচ্ছে। শিা প্রতিষ্ঠানগুলো ডিজিটাল করার প্রক্রিয়া চলছে। গ্রাম কমিউনিটি কিনিক প্রতিষ্ঠা করায় সেখানে মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছে। সরকার বিভিন্ন জেলায় ইকোনোমিক জোন প্রতিষ্ঠায় জোর দিচ্ছে। এটা সম্ভব হলে বাংলাদেশে আার বেকার সমস্য থাকবে না। প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগে ব্রান্ডিংয়ে যে প্রকল্প হাতে নিয়েছেন তা বাস্তবায়ন হলে ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো।
বিশেষ কৃতজ্ঞতা: তথ্য ও ছবি: মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা, বান্দরবান পার্বত্য জেলা।

Saturday, April 22, 2017

লামায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজ ও রাসায়নিক সার বিতরণ



বান্দরবানের লামায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক ৩শত জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ২০ ও ২১ এপ্রিল ২দিন ব্যাপী বিতরণ কার্যক্রম চলে।

লামায় উন্নয়ন কাজের উদ্বোধন: উন্নয়নে শিক্ষা খাতকে অগ্রাধিকার দেয়া হবে-বীর বাহাদুর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি. ২০ এপ্রিল বৃহস্পতিবার ১ দিনের সরকারী সফরে লামায় আসেন। এই সময় তিনি লামা পৌর বাস টার্মিনাল ও প্রতিবন্ধী স্কুল সহ ৯টি উন্নয়ন কাজের ও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

Monday, April 17, 2017

উপজেলা প্রশাসন, লামার উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত

১৭ এপ্রিল ২০১৭ “ঐতিহাসিক মুজিবনগর দিবস”। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

Friday, April 14, 2017

লামায় বর্ণিল অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নববর্ষ ১৪২৪ বরণ



প্রতিদিনকার মত আজ শুক্রবারও ভোরের আলো ফুটতে না ফুটতেই হাজির বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ‘এসো হে বৈশাখ, এসো এসো...’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গানটির মধ্য দিয়ে লামা উপজেলায় শুরু হয় বৈশাখী আয়োজন। 
পুরনো বছরের জরা-খরা-গ্লনি ঘুচিয়ে বাংলা নববর্ষবরণ করেছে লামাবাসী। রং-বেরংয়ের বাহারি পোশাকে বাঙালির চিরাচরিত সাজে লামা পৌরবাসী মেতে উঠে আনন্দ-উৎসবে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলিত হয়েছে একই কাতারে।

Wednesday, April 12, 2017

লামায় দুর্নীতি দমন কমিশন (দুদক)’র গণশুনানী অনুষ্ঠিত

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স:লামায় গণশুনানীতে দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ।
প্রত্যেক সরকারি অফিসে অভিযোগের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেবাগ্রহীতারা যেসব অভিযোগ করেছে তার সমাধান হিসেবে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানার জন্য প্রতিমাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফলোআপ করা হবে। অফিসগুলোতে দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার জন্য সেবার মূল্য তালিকা এবং সিটিজেন চার্টার লাগাতে হবে। সাধারণ জনগণের হয়রানি রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রতিটি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানকে সরকারী পরিপত্র অনুযায়ী প্রতি সপ্তাহে সম্ভব না হলেও মাসে অন্তত: একবার নিজ উদ্যোগে গণশুনানী আয়োজন করতে হবে। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য তথ্য কর্মকর্তা নিয়োগ করতে হবে। প্রত্যেক অফিসকে তাদের তথ্য কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর তাদের দপ্তরে দৃশ্যমান স্থানে টাঙ্গাতে হবে। লামায় দুর্নীতির বিরুদ্ধে আয়োজিত গণশুনানীতে এইসব কথা বলেন দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ।

Sunday, April 9, 2017

লামায় অর্ধশত কোটি টাকার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর.

‘মানুষের জীবনমানোন্নয়নে পার্বত্যাঞ্চলসহ দেশের সকল সেক্টরে জনবান্ধব কাজ করছেন জাতির জনক কন্যা শেখ হাসিনা। পরাজিত শক্তি সরকারের উন্নয়ন কাজে ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র করে চলছে। ভিশন ২০২১-রূপকল্প বাস্তবায়নে দেশব্যাপী ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হচ্ছে। এধারাবাহিকতায় পার্বত্য জনপদেও মানুষের উন্নয়নে বিস্তর কাজ চলমান রয়েছে। আমি এই জনপদের মানুষের সাথে বেড়ে উঠেছি; সূতরাং মানুষের প্রয়োজন আমি অনুধ্বাবন করেই কাজ করছি, সকল ভেদজ্ঞান ভুলে সবাই আগে মানুষ হতে হবে’।
শনিবার দুপুরে লামায় প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৮টি, এলজিইডি’র ১০টি সড়ক ও ৬টি স্কুল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষনে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।