শুক্রবার লামায় বিদ্যুৎ সাব স্টেশনসহ ৩টি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন বীর বাহাদুর, এম.পি
কার্টেসিঃ মো. নুরুল করিম আরমান, সাংবাদিক, লামা।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বান্দরবানের লামা উপজেলায় যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।
এক দিনের সরকারি সফরে পৌরসভার মধুঝিরিস্থ বিদ্যুতের সাব স্টেশন, উপজেলা পরিষদ সংলগ্ন একটি বাড়ি একটি খামার কার্যালয়ের নব নির্মিত ভবন ও রুপসীপাড়া ইউনিয়নের দরদরী বড়ুয়া পাড়ার বৌদ্ধ বিহার ভবন উদ্বোধন করবেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু ও আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল জানান, তিন প্রকল্পের কাজ উদ্বোধন শেষে লামামুখ তপোবন বিদর্শন ভাবনা কেন্দ্রস্থ শ্মশানভুমিতে লামা, আলীকদম উপজেলা পাশের বমুবিলছড়ি ইউনিয়নের বৌদ্ধ ধর্মালম্বী কর্তৃক আয়োজিত এক সদ্ধর্মদেশনা অনুষ্ঠানে যোগদান করবেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।