কার্টেসিঃ মো. নুরুল করিম আরমান, সাংবাদিক, লামা।
.............................................................
বান্দরবানের লামা উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা খিনওয়ান নু’র সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।
এতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, কৃষি কর্মকর্তা মো. নূরে আলম, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ রফিক বিশেষ অতিথি ছিলেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উল আলম, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের প্রতিনিধিগন অংশ গ্রহন করেন। সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখার স্বার্থে গুরুতর অপরাদ ও সাধারণ অপরাধ যাতে সংঘটিত হতে না পারে এবং রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের নিরাপত্তা বিধানকল্পে গৃহীত পদক্ষেপ সমূহ অব্যাহত রাখাসহ পুলিশী নজরদারী অধিকতর বৃদ্ধির ব্যবস্থা গ্রহনের জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করেন বক্তারা।
এর আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরীর সভাপতিত্বে পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।