স্থগিত জেলা সাবেক মহকুমা লামাকে জেলা
পুনর্বহালের দাবীঃ এখনো স্মৃতিচিহ্ন লামা জেলা তথ্য অফিস নামে সাইন বোর্ড ঝুলছে...
***********************************
কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
***********************************
এরশাদ সরকার ৮০’র দশকে দেশের ৪৭ টি মহকুমাকে পুর্নাঙ্গ জেলা ঘোষণা করেন। সে সাথে স্থানীয় সরকার ব্যবস্থাকে গণমুখী করতে বেশ কয়েকটি নতুন এলাকাকে থানায় রপান্তরিত করা হয়। ১৯৮১-৮২ সালে দেশের এক দশমাংশ ভু-আয়তনের পার্বত্য চট্টগ্রামের একমাত্র জেলা রাঙ্গামাটির কাপ্তাই, খাগড়াছড়ি, রামগড়, বান্দরবান ও লামা মহকুমাকে পুর্নাঙ্গ জেলা ঘোষণা করেছিলেন।
***********************************
কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
***********************************
এরশাদ সরকার ৮০’র দশকে দেশের ৪৭ টি মহকুমাকে পুর্নাঙ্গ জেলা ঘোষণা করেন। সে সাথে স্থানীয় সরকার ব্যবস্থাকে গণমুখী করতে বেশ কয়েকটি নতুন এলাকাকে থানায় রপান্তরিত করা হয়। ১৯৮১-৮২ সালে দেশের এক দশমাংশ ভু-আয়তনের পার্বত্য চট্টগ্রামের একমাত্র জেলা রাঙ্গামাটির কাপ্তাই, খাগড়াছড়ি, রামগড়, বান্দরবান ও লামা মহকুমাকে পুর্নাঙ্গ জেলা ঘোষণা করেছিলেন।
কম জনসংখ্যা, দুর্গম
যোগাযোগ ব্যবস্থার কারণে “লামা জেলা” কার্যক্রম
স্থগিত করা হয়েছিল। স্থগিত জেলা লামায় বর্তমানে জন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি যোগাযোগ
ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। লামাকে জেলা পুনর্বহালের দাবিটি এখন গন দাবিতে রুপ
নিয়েছে, প্রয়োজনে আইনের দরজায় যাবেন স্থানীয়রা।