Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Thursday, January 25, 2018

স্থগিত জেলা সাবেক মহকুমা লামাকে জেলা পুনর্বহালের দাবীঃ

স্থগিত জেলা সাবেক মহকুমা লামাকে জেলা পুনর্বহালের দাবীঃ এখনো স্মৃতিচিহ্ন লামা জেলা তথ্য অফিস নামে সাইন বোর্ড ঝুলছে...
***********************************
কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
***********************************
এরশাদ সরকার ৮০র দশকে দেশের ৪৭ টি মহকুমাকে পুর্নাঙ্গ জেলা ঘোষণা করেন। সে সাথে স্থানীয় সরকার ব্যবস্থাকে গণমুখী করতে বেশ কয়েকটি নতুন এলাকাকে থানায় রপান্তরিত করা হয়। ১৯৮১-৮২ সালে দেশের এক দশমাংশ ভু-আয়তনের পার্বত্য চট্টগ্রামের একমাত্র জেলা রাঙ্গামাটির কাপ্তাই, খাগড়াছড়ি, রামগড়, বান্দরবান ও লামা মহকুমাকে পুর্নাঙ্গ জেলা ঘোষণা করেছিলেন। 
কম জনসংখ্যা, দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে লামা জেলাকার্যক্রম স্থগিত করা হয়েছিল। স্থগিত জেলা লামায় বর্তমানে জন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। লামাকে জেলা পুনর্বহালের দাবিটি এখন গন দাবিতে রুপ নিয়েছে, প্রয়োজনে আইনের দরজায় যাবেন স্থানীয়রা।

Monday, January 1, 2018

লামায় উৎসব মুখর পরিবেশে নতুন বই পেল ৩৭ হাজার ৯৪ জন শিক্ষার্থী!!!



কার্টেসিঃ রফিকুল ইসলাম, সাংবাদিকলামাবান্দরবান পার্বত্য জেলা।
সারাদেশের ন্যায় লামা উপজেলার ১২৩টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭ হাজার ৯৪ জন শিক্ষার্থী পেল নতুন বই। নববর্ষের প্রথম দিনে উৎসব মুখর পরিবেশে সকল প্রতিষ্ঠানে পালিত হল বই বিতরন উৎসব। নতুন বইয়ের ঘ্রাণ পেয়ে আনন্দে উচ্ছাসিত ছিল ক্ষুদে শিক্ষার্থীরা। 
লামার নুনারবিল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরনের মধ্য দিয়ে শুরু হয় প্রাথমিক পর্যায়ের বই বিতরন উৎসব। বই বিতরন উৎসবে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু, লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. আলী আক্কাস, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল, পৌর কাউন্সিলর জাহানারা বেগম। এছাড়া সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতি ব্যাক্তিবর্গ, অভিভাবক ও কচিকাচাঁ শিক্ষার্থীরা বই উৎসবে অংশ নেয়। নুনারবিল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর মো. সাইফুদ্দিন।
সোমবার (১ জানুয়ারি) এর পরে অতিথিরা অন্যান্য বিদ্যালয়ে বই উৎসবে অংশ নেয়।