The Green city surrounded by natural beauty and cool green. LAMA is ethnically Rich in unlimited natural resources. There are numerous small spiral wavy hills and mountains, flowing rivers glide. The combination of beautiful scenery, rich and varied cultural inheritance Lama, just as the artist's paintings on canvas. In this region, each of events is general activity, education, development, socioeconomic and political issues and also daily news and views are published on news channel.
Check PAGE RANK of Website pages Instantly
Check Page Rank of your Web site pages instantly: |
This page rank checking tool is powered by PRChecker.info service |
Thursday, June 29, 2017
লামায় সড়ক পথে শৃংখলা ফিরিয়ে আনতে ইউএনও খিনওয়ান নুর মোবাইল কোর্ট পরিচালনা
Monday, June 26, 2017
লামায় মিরিঞ্জা দুর্ঘটনা ঈদের আনন্দ মৃত্যুর মিছিলে পরিণত
ঈদের আনন্দ ফিঁকে হয়ে গেলা পার্বত্য লামা ও আলীকদমের প্রত্যন্ত জনপদে!!! নিত্যদিনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মিছিলে আবার জড়িত হল বেশ ক'টি তাঁজা প্রাণ!!!
বান্দরবানের লামায় ঈদের দিনে সড়ক দূর্ঘটনায় শিশু সহ ৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পর্যটন এলাকায় সোমবার বেলা সাড়ে ১০টায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হল, আলীকদম নয়াপাড়া এলাকার আব্দু রহমানের ছেলে জাহেদুল ইসলাম (১০), মোঃ শফির ছেলে ছরোয়ার হোসেন (১২), পান বাজার এলাকার মোজাম্মেল হকের ছেলে আসাদ (১২) ও চকরিয়ার বেহুলা এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মঞ্জুর আলম (৪২)। নিহতদের লাশ চকরিয়া হাসপাতালে রয়েছে বলে মেডিকেল অফিসার ডাঃ শর্মিলা চৌধুরী নিশ্চিত করেছেন। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
আহতরা হল, অপু চাকমা (২৫), সুমিত বড়–য়া (৩৩), মিজান (৮), দেলোয়ার হোসেন (৪০) আব্দুল্লাহ (১৪), ছানা উল্লাহ (৮), নুর আলম (৬০), অনিল চন্দ্র দে (৩৭), হারুণ (৮), ইমন (১২), রিদা ত্রিপুরা (২৫), কপিল উদ্দিন (২৮), ওমর ফারুক (১২), রন্টু বড়–য়া (৩২), ওসমান ছরোয়ার (১২), রুকন উদ্দিন (২০), তন্ময় (৫০), নজরুল (১৬), রিমা (১৫) ও বাবুল পাল (২৮) সহ আরো ৫ জন। আহতরা চকরিয়া সরকারী হাসপাতাল, চকরিয়া সিটি হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।
৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানিয়েছেন, জীপ গাড়ীটি আলীকদম থেকে যাত্রী বোঝাই করে চকরিয়া যাচ্ছিল। জীপ (চান্দের গাড়ী) গাড়ী নং ঢাকা-ল ২১২। গাড়ীতে কমপক্ষে ৫০ থেকে ৫৬ জন যাত্রী ছিল। পথে মিরিঞ্জায় পর্যটন এলাকায় এসে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুছড়ে যায়। ২ জনের চকরিয়া হাসপাতালে, ১ জন চকরিয়া সিটি হাসপাতালে ও আরেকজন চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে মারা যায়।
গাড়ীর যাত্রী রিমন (১৫) ও কপিল উদ্দিন (১১) বলেন, গাড়ীর ড্রাইভার নুরুল আরেকটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ড্রাইভার গাড়ী থেকে নেমে পালিয়ে যায়। গাড়ীটিতে ৬০ থেকে ৭০ লিটার দেশীয় চোলাই মদ পাওয়া গেছে।
আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম বলেন, দূর্ঘটনার মৃত্যুর খবর পেয়ে আলীকদম নয়াপাড়া ও পান বাজার এলাকায় শোকের ছায়া নেমে আসেছে। নিহতদের আত্মীয় স্বজনের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে আসে।
এদিকে দূর্ঘটনা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার লামা খিন ওয়ান নু, লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম। এছাড়া সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার ব্যাটেলিয়ানসহ স্থানীয় স্বেচ্ছাসেবীগণ উদ্ধার কাজে অংশগ্রহণ করে।
তথ্য ও ছবিঃ মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক, লামা।
ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া।
Saturday, June 24, 2017
লামার ফাইতং ইউনিয়নে ভিজিএফ চাউল ও সোলার বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
লামা উপজেলাস্থ ফাইতং ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাউল ও সোলার বিতরণ করেন জনাব বীর বাহাদুর উশৈসিং, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব খিনওয়ান নু'র সার্বিক সহযোগিতায় ও জনাব মোঃ জালাল উদ্দিন, চেয়ারম্যান, ফাইতং ইউপি, লামার সভাপতিত্বে শনিবার ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে এময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, জনাব দিলীপ কুমার বনিক, পুলিশ সুপার, জনাব সঞ্জিত কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইসমাইল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, ইউপি চেয়ারম্যান গণ, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী ও পেশাজীবিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
লামা পৌরসভায় পার্বত্য প্রতিমন্ত্রীর ভিজিএফ চাল ও সোলার বিতরণ
লামা উপজেলাস্থ লামা পৌরসভার উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাউল ও সোলার বিতরণ এবং লামা পৌরসভাকে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে বিভিন্ন উপকরন প্রদান করেন জনাব বীর বাহাদুর উশৈসিং, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব খিন ওয়ান নু'র সার্বিক সহযোগিতায় ও জনাব মোঃ জহিরুল ইসলাম, পৌর মেয়র, লামার সভাপতিত্বে
রবিবার পৌরসভা চত্ত্বরে এসব বিতরনকালে এময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, জনাব দিলীপ কুমার বনিক, পুলিশ সুপার, জনাব সঞ্জিত কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইসমাইল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, ইউপি চেয়ারম্যান গণ, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী ও পেশাজীবিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Thursday, June 22, 2017
লামা উপজেলা প্রশাসনের আয়োজনে ইমাম বাতায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
আজ লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে
উপজেলা পর্যায়ে ইমাম-মুয়াজ্জিনগণের জন্য এটুআই প্রোগ্রাম কর্তৃক বাস্তবায়নাধীন “ইমাম বাতায়ন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব থোয়াইনু অং চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
জনাব খিন ওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার, লামার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে জনাব মোঃ জহিরুল ইসলাম, মেয়র, লামা পৌরসভা, উপজেলা সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন, ইমাম, মুয়াজ্জিন, সাংবাদিক, উপজেলাস্থ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Tuesday, June 20, 2017
লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
আজ লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাহে রমাজান উপলক্ষ্যে ইফতার ও দো'য়া মাহফিল এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব থোয়াইনু অং চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
জনাব খিনওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার, লামার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আলী আক্কাস, সভাপতি বাংলাদেশ আওয়ামিলীগ জনাব মোহাম্মদ ইসমাইল, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নের্তৃবৃন্দ, অধ্যক্ষ, মাতামুহুরি ডিগ্রী কলেজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, এনজি ব্যক্তিত্ব, শিক্ষকগণ, সাংবাদিকবৃন্দ, উপজেলাস্থ বিভিন্ন শ্রেণী ও পেশাজীবিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Sunday, June 18, 2017
লামায় উপনুষ্ঠানিক শিক্ষার মান পরিদর্শনে ইউএনও খিনওয়ান নু।
আজ লামা উপজেলাস্থ পৌরসভার বিভিন্ন এলাকায় এনজিও সংস্থা ব্র্যাক ও এনজেড একতা মহিলা সমিতি কর্তৃক পরিচালনাধীন উপানুষ্ঠানিক শিক্ষাকেন্দ্রসমূহ পরিদর্শন ও শিক্ষার মানোন্নয়নে সার্বিক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন জনাব খিন ওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার, লামা, বান্দরবান পার্বত্য জেলা। এসময় জনাব উপজেলা শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট এনজিও ব্যক্তিত্ব, এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Saturday, June 17, 2017
লামা উপজেলা প্রশাসনের ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারী এলাকা পরিদর্শন
Thursday, June 15, 2017
লামায় রস্ক প্রকল্পের আওতায় প্রি ভোকেশনাল স্কিলস প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের রস্ক ফেইজ-২ প্রকল্পের আওতায় প্রি ভোকেশনাল স্কিলস প্রশিক্ষন প্রোগ্রাম'র প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব থোয়াইনু অং চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লামা, বান্দরবান পার্বত্য জেলা। অনুষ্ঠানের উদ্বোধন করেন জনাব খিন ওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার, লামা, বান্দরবান পার্বত্য জেলা। জনাব বাথোয়াইচিং মার্মা, চেয়ারম্যান, গজালিয়া ইউপির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সেভ দা চিলড্রেন ও বিটা'র ম্যানেজমেন্ট ও প্রশিক্ষকবৃন্দ, প্রশিক্ষাণার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
Tuesday, June 13, 2017
Thursday, June 8, 2017
লামায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার সম্পন্ন
লামা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা শেখ মুজিব গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী শ্রেষ্ঠ খেলোয়াড়দের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খিন ওয়ান নু, উপজেলা নির্বাহী অফিসার, লামা, বান্দরবান পার্বত্য জেলা। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তাহুরা, উপজেলা শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Tuesday, June 6, 2017
লামায় আশার আলো ছড়িয়ে গেলেন জেলা প্রশাসক বান্দরবান।
আজ সারাদিনের কর্মসূচীতে লামা উপজেলাস্থ জীনামেজু অনাথ আশ্রমের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জনাব দিলীপ কুমার বণিক, মাননীয় জেলা প্রশাসক,বান্দরবান পার্বত্য জেলা। এছাড়াও গজালিয়া ইউপির বাইশফারী আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং প্রকল্পের আওতায় বসবাসকারীদের জীবনমান উন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জনাব দিলীপ কুমার বণিক, মাননীয় জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা। উপজেলা নির্বাহী অফিসার জনাব খিন ওয়ান নু'র সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ ইসমাইল, জনাব মোঃ সায়েদ ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) লামা, গজালিয়া ইউপি চেয়ারম্যান জনাব বাথোয়াইচিং মার্মা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
Sunday, June 4, 2017
লামায় পার্বত্য প্রতিমন্ত্রীর মোরায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
লামা উপজেলায় সাইক্লোন মোরায় ক্ষতিগ্রস্থদের মাঝে লামা পৌরসভার উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রলায়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি। উপজেলা নির্বাহী অফিসার জনাব খিন ওয়ান নু'র সার্বিক সহযোগিতায় রবিবার উপজেলা পরিষদ চত্ত্বরে ত্রাণ বিতরনকালে এময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, জনাব দিলীপ কুমার বনিক, পুলিশ সুপার, জনাব সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি একেএম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক মেয়র ইসলাম বেবী, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইসমাইল, জনাব মোঃ জহিরুল ইসলাম, পৌর মেয়র, লামাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।