Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Tuesday, June 6, 2017

লামায় আশার আলো ছড়িয়ে গেলেন জেলা প্রশাসক বান্দরবান।

আজ সারাদিনের কর্মসূচীতে লামা উপজেলাস্থ জীনামেজু অনাথ আশ্রমের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জনাব  দিলীপ কুমার বণিক, মাননীয় জেলা প্রশাসক,বান্দরবান পার্বত্য জেলা। এছাড়াও গজালিয়া ইউপির বাইশফারী আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং প্রকল্পের আওতায় বসবাসকারীদের জীবনমান উন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জনাব  দিলীপ কুমার বণিক, মাননীয় জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা। উপজেলা নির্বাহী অফিসার জনাব খিন ওয়ান নু'র সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ ইসমাইল, জনাব মোঃ সায়েদ ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) লামা, গজালিয়া ইউপি চেয়ারম্যান জনাব বাথোয়াইচিং মার্মা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।