Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Saturday, June 24, 2017

লামা পৌরসভায় পার্বত্য প্রতিমন্ত্রীর ভিজিএফ চাল ও সোলার বিতরণ

লামা উপজেলাস্থ লামা পৌরসভার উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাউল ও সোলার বিতরণ এবং লামা পৌরসভাকে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে বিভিন্ন উপকরন প্রদান করেন জনাব বীর বাহাদুর উশৈসিং, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব খিন ওয়ান নু'র সার্বিক সহযোগিতায়  ও জনাব মোঃ জহিরুল ইসলাম, পৌর মেয়র, লামার সভাপতিত্বে
রবিবার পৌরসভা চত্ত্বরে এসব বিতরনকালে এময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, জনাব  দিলীপ কুমার বনিক, পুলিশ সুপার, জনাব সঞ্জিত কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইসমাইল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, ইউপি চেয়ারম্যান গণ, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী ও পেশাজীবিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।